Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

ক্রম.

কার্যক্রমের নাম

সেবা প্রদান প্রক্রিয়া

মন্তব্য

সাধারণ পাশ প্রদান

সাধারণ পাশর অনুকূলে স্থানীয় গরীব, দু:স্থ সর্ব সাধারণ অফিস হতে পাক্ষিক সাধারণ পাশ গ্রহণপূর্বক শুকনা লাকড়ী সংগ্রহ করে বিক্রয়লব্ধ অর্থ দিয়ে জীবিকা নির্বাহ করে থাকে।

 

বনজ দ্রব্য পরীবিক্ষণ

বান্দবন পার্বত্য জেলা হতে আহরণর্কত বাঁশ এবং অন্যান্য বনজ দ্রব্য, চলাচল পাশ অনুকূলে সাঙ্গু নদী পথে লালুটিয়া বিট কাম চেক স্টেশন অতিক্রম কালে পরীক্ষা করে ছাড়পত্র প্রদান করা হয়।

 

জোত পারমিট

দোহাজারী রেঞ্জাধীন বিভিন্ন বিট এলাকায় স্থানীয় জনগণের জোতভূমি থেকে নিজস্ব রোপনর্কত গাছ জোত পারমিট অনুকূলে গাছ বাজারকরণের ব্যাপারে নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের মাধ্যমে সেবা প্রদান করা হয়।

 

নার্সারী উত্তোলন

নার্সারীতে চারা উত্তোলনের মাধ্যমে প্রান্তিক ভূমি (সড়ক ও জনপথ, বাঁধ, সংযোগ সড়ক ও চর এলাকা), সরকারী/বেসরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জনসাধারণের মধ্যে বিক্রয় ও বিতরণপূর্বক বৃক্ষরোপনে বূমিকা রাখা।

 

প্রশিক্ষণ প্রদান

নির্বাচিত উপকারভোগীদের চারা উত্তালন, বাগান সৃজন ও পরিবেশ উন্নয়নমূলক প্রশিক্ষণ দেয়া হয়।

 

বাগানের লভ্যাংশ বন্টন

মেয়াদ উত্তীর্ণ বাগানের লভ্যাংশ সংশ্লিষ্টদের মাঝে বন্টন করা হয়।

 

করাতকল সংক্রান্ত

করাতকল পরিচালনার জন্য বিধি মোতাবেক লাইসেন্স প্রদান ও নবায়নের জন্য আবেদনগ্রহণ ও যাচাইকরত: সুপারিশসহ জেলা কমিটিতে প্রেরণ।